রাজশাহী কলেজ ছাত্রীনিবাসের সিট বরাদ্দের নিমিত্তে কলেজের দরখাস্ত আহবান


Share on

রাজশাহী কলেজ ছাত্রীনিবাসের সিট বরাদ্দের নিমিত্তে কলেজের দরখাস্ত আহবান

স্মারক নং-রা, ক, ছানি- ৬২ / ২০২৪
প্রধান তত্ত্বাবধায়কের কার্যালয় রাজশাহী কলেজ ছাত্রীনিবাস রাজশাহী-৬০০০ টেলিফোন-০২৫৮৮৮৫9208
ছাত্রীনিবাসে ভর্তির বিজ্ঞপ্তি
তারিখ: ১৯-০৫-২০২৪ খ্রি:
রাজশাহী কলেজ ছাত্রীনিবাসের সিট বরাদ্দের নিমিত্তে কলেজের অনার্স ১ম বর্ষ পুরাতন (২০১২-২০২৩) ও অনার্স ১ম বর্ষ নতুন (২০২০-২০২৪) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

 

আগ্রহী ছাত্রীদের আবেদন ফরম সংগ্রহ, ও জমাদানের তারিখ নিম্নে দেয়া হলো:


# আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের তারিখ
# আবেদনপত্র সংগ্রহ, জমাদানের স্থান ও সময়
২৬/০৫/২২৪ খ্রি: হতে ২৫/০৬/202৪ খ্রিঃ পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতিত)
(ক) রহমতুননেছা ছাত্রীনিবাস: সকাল ১০.০০-১.০০ টা পর্যন্ত  

(খ) রাজশাহী কলেজ ছাত্রীনিবাস। অফিস চলাকালীন সন্ধ্যা ৭.০০ -৯.০০ টা।
(গ) সাক্ষাৎকার গ্রহণের স্থান সময় ও তারিখ : ছাত্রীনিবাসের অফিস কক্ষ,

সকাল ১০.০০ টা, ২৬-০৬-২০২৪

 

আবেদন ফরমের সাথে সংযুক্ত করতে হবে :
১। এস.এস.সি. ও এইচ. এস. সি. পরীক্ষার নম্বর পত্রের ফটোকপি।
২। (দুই) কপি পাসপোর্ট সাইজ রঙ্গীন ছবি।
৩। কলেজ ভর্তির স্টুডেন্ট কপি/ পরিচয় পত্রের ফটোকপি।

৪। জন্মনিবন্ধনের ফটোকপি ১ কপি।

অধ্যক্ষ রাজশাহী কলেজ, রাজশাহী।
অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি প্রেরণ করা হলো :
১। প্রশাসন ভবনের নোটিশ বোর্ড ।
২। সকল বিভাগের নোটিশ বোর্ড।
৩। ছাত্রীনিবাসের নোটিশ বোর্ড ।
৪। কলেজ ওয়েব সাইট।

৫। অফিস নথি।

প্রধান তত্ত্বাবধায়ক রাজশাহী কলেজ ছাত্রীনিবাস রাজশাহী।

2024-05-23



Views: 1092 times