৫০০০ টাকা ছাড়ে HSC-24 ব্যাচের ভর্তি চলছে


Share on

৫০০০ টাকা ছাড়ে HSC-24 ব্যাচের ভর্তি চলছে


বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ' প্যারাগন বিশ্ববিদ্যালয় ভর্তিকোচিং' অন্যতম একটি। প্যারাগন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারটি ২০১০ সালে রাজশাহীতে কবীর ভাই এর মাধ্যমে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রত্যাশি শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের সারথী হয়ে আসছে 'প্যারাগণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং'। তাদের সেবা নিয়ে প্রতি বছরই অসংখ্য শিক্ষার্থী জায়গা করে নিচ্ছে বাংলাদেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে।

প্যারাগন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারে HSC 2024 ব্যাচের ভর্তি চলছে বিশেষ ছাড়ে!!! (সীমিত সময়ের জন্য এই ছাড় প্রযোজ্য) ।
“প্যারাগন” ভর্তি কোচিং বাংলাদেশের অন্যতম স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত তাদের কার্যক্রম সফলতার সাথে পরিচালনা করে আসছে। রাজশাহী তথা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাদের শাখা রয়েছে, এবং তারা সফলতার সাথে তাদের কাজ করে যাচ্ছে, প্রতিবছর বিশ্ববিদ্যালয়  ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার প্রত্তাশা নিয়ে অসংখ্য শিক্ষার্থী দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজশাহী, ঢাকা এবং বিভিন্ন জেলা শহরে আশে এবং তাদের স্বপ্ন পুরনের জন্য অপ্রাণ চেষ্টা করে, তাদের এই স্বপ্ন পুরনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে “প্যারাগন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার” তারা শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা প্রদান করে থাকে, এবং তাদের শিক্ষা কার্যক্রম ও শিক্ষকগণ এই বিষয়ে পারদর্শী, তারা একটি শিক্ষার্থীকে সম্পূর্ণ দিকনির্দেশনা দিয়ে থাকেন।

তাদের সম্পূর্ণ কার্যক্রম ঢাকা থেকে পরিচালিত হয়ে থাকে।

এখানে পাচ্ছেনঃ-
•    ঢাকা বিশ্ববিদ্যালয় 
•    রাজশাহী বিশ্ববিদ্যালয় 
•    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 
•    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 
•    গুচ্ছ (২৪ বিশ্ববিদ্যালয়)
•    রাবি ৪ কলেজ
•    ঢাবি ৭ কলেজ
•    চবি ৫ কলেজ
উক্ত বিশবিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিসমুহ।

১কোর্স ফিতে তে ডবল কোর্স (অনলাইন +অফলাইন) এবং ভর্তি উপলক্ষে ৫০০০ টাকা ছাড় (এই সুযোগ ৩১শে আগস্ট পর্যন্ত) ।
বিস্তারিত 01712-184325, 01711-192516. (বিকাশ. রকেট বা নগদেও ভর্তি হওয়া যাবে।
ভর্তি ফিঃ-
ক ইউনিট (বিজ্ঞান); ১৮০০০/ (৬টি বইসহ) 
গ ইউনিট (বাণিজ্য): ১৮০০০/- (৭টি বইসহ)
খ ইউনিট (মানবিক): ১৬০০০/- (৬টি বইসহ)
 ৩০ শে জুন মধ্যে ভর্তি হলে 5000টাকা ছাড়! 
ছাড়ের পরঃ
•    ক ইউনিটে ১৩০০০/-
•    গ ইউনিটে ১৩০০০/- 
•    ও খ ইউনিটে ১১০০০/- 
টাকায় ভর্তি হওয়া যাবে।)
এছাড়া রাজশাহীর বাহিরের শিক্ষার্থীদের জন্য হোস্টেলের ব্যবস্থা আছে।

(শুক্রবারসহ প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত অফিস খোলা থাকে)
বিস্তারিত জানতে বা ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্যে যোগাযোগ করুনঃ 01712-184325, 01711-192516. (বিকাশ. রকেট বা নগদেও ভর্তি হওয়া যাবে।
সর্বশেষ আপনার সন্তানের বিশ্ববিদ্যালয় ভর্তির প্রত্তাশা পূরণ আমাদের লক্ষ।

2024-08-28



Views: 273 times