বাণিজ্য বিভাগে প্রস্তুতির জন্য প্যারাগন ভর্তি কোচিং সেরা


Share on

বাণিজ্য বিভাগে প্রস্তুতির জন্য প্যারাগন ভর্তি কোচিং সেরা

বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ' প্যারাগন বিশ্ববিদ্যালয় ভর্তিকোচিং' অন্যতম একটি। দীর্ঘ ১৪ বছর যাবে তারা তাদের কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রত্যাশি শিক্ষার্থীদের স্বপ্ন পুরন করে আসছে, তাদের দিকনির্দেশনা নিয়ে প্রতি বছরই অসংখ্য শিক্ষার্থী জায়গা করে নিচ্ছে বাংলাদেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। বিশেষ করে বাণিজ্য বিভাগে ভর্তির প্রস্তুতির জন্য প্যারাগণ দেশ সেরা।

এবছর ঢাবি ভর্তি পরীক্ষায় মোট ৭১৪ জন শিক্ষার্থী চান্স পায়, এর মধ্যে ১ম,২য়,৩য়,৪র্থ এবং বানিজ্য থেকে গ ইউনিটে ৪৪২ জন, খ ইউনিটে ২৫১, ক ইউনিটে ২১ ও মানবিকে ২২৭ জনের সাফল্য।

এছাড়া অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর চান্স পাচ্ছে।

তাদের এই সাফল্য দেখে এটা বলা যায় যে বাণিজ্য বিভাগে ভর্তি প্রস্তুতির জন্য প্যারাগণ এর বিকল্প নেই, তারা এক এবং অনন্য।

প্যারাগন বিশ্ববিদ্যালয় ভর্তিকোচিং এর কিছু বৈশিষ্টঃ

  • ঢাকা থেকে আসা শিক্ষক দিয়ে ক্লাস নেয়া হয়।
  • শিক্ষার্থীদের ক্লাসের জন্য মনোরম পরিবেশ এবং সম্পূর্ণ আধুনিক রুম
  • তুলনামূলক ভাবে কম খরচে ভালো মানের শিক্ষা ব্যাবস্থা।
  • আসন্ন পরীক্ষার জন্য, কি পড়া উচিত, কি জানা উচিত কোন বিষয়টি এখনকার পর্যায়ে গুরুত্বপূর্ণ এবং বিগত বছরের প্রশ্নের বিশ্লেষণ পূর্বক Topic বাছাই করে পড়ানো হয়।
  • বিশেষ করে ঢাবির বাণিজ্য ইউনিটে ভালো করানোর জন্য Text Book সহ বিশ্লেষণধর্মী প্রস্তুতিমূলক ক্লাস নেওয়া হয়।
  • ঢাবির “ক” 'খ' “গ” ও মানবিক ইউনিটে প্রতিবারই সাম্প্রতিক এবং সাম্প্রতিকের আলোকে প্রশ্ন আসে। তাই চলমান ঘটনা ও চলমান ঘটনার Basic এর উপর তথ্যবহুল ক্লাস ও পরীক্ষা।
  • ১কোর্স ফিতে তে ডবল কোর্স (অনলাইন +অফলাইন) ।
  • রাজশাহীর বাইরে থেকে আশা শিক্ষার্থীদের জন্য হোস্টেল এর সুব্যবস্থা।
  • ভর্তি উপলক্ষে বিশেষ ছাড়

তাদের সম্পূর্ণ কার্যক্রম ঢাকা থেকে পরিচালিত হয়ে থাকে।

 

এখানে পাচ্ছেনঃ-

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • গুচ্ছ (২৪ বিশ্ববিদ্যালয়)
  • রাবি ৪ কলেজ
  • ঢাবি ৭ কলেজ
  • চবি ৫ কলেজ

উক্ত বিশবিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিসমুহ।

 

১কোর্স ফিতে তে ডবল কোর্স (অনলাইন +অফলাইন) এবং ভর্তি উপলক্ষে ৪০০০ টাকা ছাড়।

বিস্তারিত 01712-184325, 01711-192516. (বিকাশ. রকেট বা নগদেও ভর্তি হওয়া যাবে।

ভর্তি ফিঃ-

ক ইউনিট (বিজ্ঞান); ১৮০০০/ (৬টি বইসহ)

গ ইউনিট (বাণিজ্য): ১৮০০০/- (৭টি বইসহ)

খ ইউনিট (মানবিক): ১৬০০০/- (৬টি বইসহ)

 

ছাড়ের পরঃ

  • ক ইউনিটে ১৪০০০/-
  • গ ইউনিটে ১৪০০০/-
  • ও খ ইউনিটে ১২০০০/-

টাকায় ভর্তি হওয়া যাবে।)

(শুক্রবারসহ প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত অফিস খোলা থাকে)

বিস্তারিত জানতে বা ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্যে যোগাযোগ করুনঃ 01712-184325, 01711-192516. (বিকাশ. রকেট বা নগদেও ভর্তি হওয়া যাবে।

সর্বশেষ স্বপ্ন যখন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রস্তুতি হোক Paragon Rajshahi এর সঙ্গে ।

অভিজ্ঞ পরিচালক ও শিক্ষকদের নির্দেশনায় সেরা সার্ভিস ও নির্ভুল শিক্ষা উপকরণ ও সর্বোচ্চ ক্লাস প্রদানে আমরা অঙ্গীকারবদ্ধ।

আপনার সন্তানের বিশ্ববিদ্যালয় ভর্তির প্রত্তাশা পূরণ আমাদের লক্ষ।

 

2024-09-02



Views: 106 times