হুয়াওয়ে আইসিটি কম্পিটিশনে অংশ নিতে চীনে যাচ্ছে রুয়েটের তিন শিক্ষার্থী


Share on

হুয়াওয়ে আইসিটি কম্পিটিশনে অংশ নিতে চীনে যাচ্ছে রুয়েটের তিন শিক্ষার্থী

হুয়াওয়ে আইসিটি কম্পিটিশন ২০২৩-২৪–এর আঞ্চলিক পর্বে বিজয়ের পর গ্লোবাল রাউন্ডে অংশ নিতে চীন সফরে যাচ্ছে বাংলাদেশ দল। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তিন শিক্ষার্থীর এ দলটি গতকাল মঙ্গলবার রাতে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। এই তিন শিক্ষার্থী হলেন শুভম আগরওয়ালা, রাকেশ কর ও মো. মাজহারুল ইসলাম।

এর আগে দলটি ইন্দোনেশিয়ার জাকার্তায় হুয়াওয়ে আইসিটি কম্পিটিশনের এশিয়া প্যাসিফিক (এপিএসি) রাউন্ডে ১৪টি দেশের ৬ হাজার ৪০০ শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে। এরই ধারাবাহিকতায় তাঁরা চীনের শেনঝেনে চূড়ান্ত পর্বে অংশ নিতে যাচ্ছেন। চূড়ান্ত এই পর্বে ৪০টি দেশ থেকে ৫২০ জনের বেশি শিক্ষার্থী ও ১৭০ শিক্ষক অংশ নিচ্ছেন।

2024-05-23



Views: 54 times